Bangladesh: Bangla blogs react to the Mumbai terror attacks

This post is part of the Global Voices coverage on the terror attacks in Mumbai, India on November 26, 2008. Please stay tuned for more news and views as the event unfolds.

The Bangla blogosphere reacted to the Mumbai terror attacks with concern. Condolences poured in with bloggers such as hzbrl saying

আমি শুধুই জানাতে পারি সমবেদনা এবং সহাবস্থান ঘোষনা করতে পারি মুম্বাইবাসীদের সাথে। আমরা আপনাদের সাথেই আছি এই ক্রান্তিলগ্নে।

I can only express my sympathy and tell the residents of Mumbai that we are all with you in this hour of crisis.

These sentiments were echoed by many others. Ahmed Akhtar writes in the comments section of the same post

শোনার পর থেকেই সাধারণ নিরীহ মানুষগুলোর অসহায়ত্বের ছবিটাই মনে হচ্ছিল বারবার। সভ্যতার নামে আমরা যে আসলেই কী করছি কে জানে !

After getting the news the helplessness of those innocent victims kept playing in my mind. Where are we heading, in the name of civilization?

After hearing the news, some of the bloggers were also concerned whether neighbor Bangladesh would be linked with the incident. This concern has been captured in the comments section here where Hasib asks:

হাসিব বলেছেন: বাংলাদেশীগো দায়ি কৈরা প্রেসনুট আইছে এহনতরি? …

Hasib: Have they issues any press note yet, holding Bangladesh responsible for these attacks?…

Blogger BDIdol expressed another theory in the same post :

ভারত-পাকিস্তান-আফগানিস্তান এই তিন দেশ নিয়ে আমেরিকান কুটনীতির সাম্প্রতিক কিছু নাড়াচাড়া হচ্ছে। ম্যাককেইন আসছে কিছু দিনের মধ্যেই। ওবামা ক্ষমতা নিয়েই আফগানিস্তান-পাকিস্তানে হামলা করার সম্ভাবনা আছে। সেটার পটভূমি তৈরি করা হচ্ছে বোধ হয়। সমবেদনা থাকলো..এইসব নাটকে সর্বদাই নিরীহ লোকের প্রাণ যায়।

America has recently been involved in diplomatic dialogue with the 3 countries aka India-Pakistan-Afghanistan, McCain is to arrive shortly. As soon as Obama becomes President, there is a possibility of America attacking the Pak-Afghan border. Maybe this is a taste of things to come. Always it is the common, innocent bystander that are victimized in all this kind of drama.

But a bigger worry that bloggers in Bangldesh are expressing is of the possible fallout of this event on the upcoming Bangladesh elections. Shamima Sumi puts this worry into perspective with these words

এইভাবে চলতে থাকলে আমাদের দেশে এর প্রভাব পড়বে সামনে নির্বাচন। আমরা অনেকদিন পর একটা নির্বাচন আশা করছি। যা হলে দেশে নাকী গণতন্ত্র আসবে। গণতন্ত্রই আসুক আর যাই আসুক সরকার নিয়া তো কেউ বৈধতার প্রশ্ন তুলতে পারবে না। কিন্তা ভারতের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা বুঝি অনেকটা পিছিয়ে যাব। আমার আর সহ্য হয় না। তাজে হামলাকারিরা কী চায়G

If this kind of thing goes on then it is bound to have an impact on Bangladesh, where our elections are round the corner. We are waiting for these elections, hoping that it will restore our democratic process. Democracy or not, at least with an elected government, no one will be able to question its legal standing. But seeing the situation in India, it worries me that it may impede this process. Oh, this is unbearable! What do these terrorists who have attacked the Taj hotel want?

Blogger Z Zaman expresses hope that the elections will bring in a new dawn in Bangladesh, that it will be a strong statement against terrorism.

আমরা আর জঙ্গীবাদ ও দুর্ণিতীবাজ চক্রের আবর্তে আর বন্দি হতে চাইনা।আমরা ২০০৮ এর নির্বাচনের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু দেখতে চাই।

নির্বাচনে দুর্ণিতীবাজ ও জঙ্গীবাদের বিরুদ্ধে রায় দিন।

We do not want to be imprisoned in this circle of terrorism and corruption any more. Through the 2008 elections we want the beginning of a new chapter. In this election vote against corruption and terrorism

Subscribe to email updates »

Exit mobile version