- Global Voices - https://globalvoices.org -

Bangla Blogs: Praying For Peace In Gaza

Categories: North America, South Asia, Bangladesh, Israel, Palestine, U.S.A., Citizen Media, Human Rights, Humanitarian Response, War & Conflict

“What's happening in Gaza is impossible to tolerate,” writes [1] blogger Aprio, encapsulating in those few words the Bangla blogosphere's sentiments towards what most of them see as ‘Israeli aggression against Palestinian civilians’. Rakib says [2] that the current situation in Gaza is a ‘terrible humanitarian crisis’ .

Ahmed Munir writes [3]:

ফিলিস্তিন জাতিকে ধ্বংস করতে বদ্ধ পরিকর ইসরাইল এবার আঘাত হেনেছে গাজা উপত্যকায়। স্ব-দেশে পরবাসীতে পরিণত হওয়া ফিলিস্তিনী জনগণ অসহায়ের মত গত সাতদিনের টানা ইসরাইলি হামলায় তাদের শত শত স্বদেশীর মৃত্যু প্রত্যক্ষ করছে…তথাকথিত হামাস দমনের নামে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। বিশ্বের সবচেয়ে অসম ও সবচেয়ে নৃশংস এই যুদ্ধ।

Determined to annihilate the Palestinian race, Israel has now attacked the Gaza region. Turned into refugees in their own land, the Palestinians can only watch helplessly as the incessant Israeli attacks on Gaza over the last week continued to kill hundreds of their fellow people… In the name of curbing Hamas, Israel is carrying on a calculated program of ethnic cleansing against the Palestinian population. This is the most unequal and violent of conflicts.

Farukh Wasif feels [4] that this is a carefully planned program launched by Israel to rid the Gaza strip of Palestinians. He writes:

এবারের হামলার উদ্দেশ্য শুধু হামাস বা ফিলিস্তিনি প্রতিরোধ-আন্দোলন নয়, বরং গোটা ফিলিস্তিনিদের মনোবল এমনভাবে ভেঙে ফেলা যাতে তারা হাঁটু গেড়ে বসে প্রাণভিক্ষা চায়। তাদের সম্পদ ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর সর্বোচ্চ ধ্বংস ঘটিয়ে, তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে অসহনীয় করে তুলে তাদের গণহারে দেশত্যাগে বাধ্য করাই আসল ল্ক্ষ্য। তার জন্যই ফিলিস্তিনীদের শহর-গ্রাম অবরুদ্ধ করে তাদের বিদ্যালয়, হাসপাতাল ও কর্মস্থল অকেজো করা হয়

This time the attack is not against the Hamas or the Palestinian resistance but against all Palestinians, to destroy their mental strength and courage so that they are reduced to kneeling and begging for their lives. By destroying their property, cultural centers, by making their lives intolerable, the plan is is to drive them out of the land en masse. That is why the attack has been targeted on their habitats, schools and hospitals.

What then is the role of the Hamas in the ongoing conflict? Is any amount of blame for the current situation to be laid at their door? Some of the bloggers, while not actively supporting the Hamas’ philosophy or ideals, express empathy towards their ‘rebellion against oppression’. Aprio says [1] :

আমি হামাসের সমর্থক নই কিন্ত আমি মনে করি ‘রোগ’ টি হামাস নয়, হামাস তার সিম্পটম মাত্র… যে কোন জাতিকে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখলে, সামরিক নিয়ন্ত্রণ এবং মৃত্যুভয়ে সন্ত্রস্ত রাখলে সেখানে কোন না কোন ‘হামাসের’ জন্ম হবেই।

I am not a supporter of Hamas but I feel that Hamas is not the disease, it is only a symptom of a disease… any nation or people, if they are oppressed for a long period of time, if they are kept in constant fear of death by military power, then in that situation there is bound to be birth of a ‘Hamas’ sooner or later.

Ahmed Munir cannot but feel the irony in Israel's role of the ‘aggressor’. He writes [3] :

পরিহাসের বিষয় হচ্ছে ইসরাইল ইতিহাস ভুলে গেছে। নিজেদের উপর দ্বিতীয় মহাযুদ্ধের সময় নাৎসি হলোকাস্টের স্মৃতি তো তাদের ভুলবার কথা নয়। গণহত্যার মাধ্যমে যে কোনও জনগোষ্ঠীকে ধ্বংস করা যায় না, আজকের শক্তিশালী ইসরাইল রাষ্ট্রই তো তার প্রমাণ। সুতরাং ইতিহাস বলে ফিলিস্তিনিরা এমন মৃত্যুর প্রত্যাঘাত দেবেই। এ মৃত্যুর প্রতিধ্বনি শোনা যাবে গোটা মধ্যপ্রাচ্য এমন কী পৃথিবীব্যাপী। এখন যেটা প্রথমত প্রয়োজন তা হলো শান্তি, কেবলমাত্র শান্তি।

The funny thing is that Israel has forgotten history. They should have been the last people to forget the memory of the holocaust, the attempted cleansing of their race by the Nazis during the 2nd World War. The powerful Israeli state is itself the proof that it is not possible to annihilate a race by committing mass murder. Thus history tells us that the Palestinians will come back with a stronger response to these deaths of their people. The echoes of these killings will be heard across the Middle East and the world. Now what is needed urgently is peace, only peace.

There is also a simmering upset among a section of the bloggers who feel that Bush and his Israel appeasement policy is finally responsible for the continuation of this crisis in Gaza. Sawkat Ali writes [5] :

স্বয়ং ইসরাইলে এ হামলা বন্ধ করার জন্য রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। তারপরও আমেরিকা এ হামলাকে বৈধতা দেযার চেষ্টা করছে। ওসামা-বুশ সব একই পথের পথিক।

In Israel itself, thousands of citizens are protesting against this attack on Gaza. Even after that America is trying to justify and vindicate this attack. Osama and Bush seem to be going down the same road.

Blogger Satyanneshi too has the following scathing comment [6] on the role of the US in this crisis. He writes:

বিশ্ব বিবেকের কন্ঠস্বর’ বিশ্বঈশ্বর আমেরিকা বলছে এ গণহত্যা জায়েজ। অথচ মানবতার বিরুদ্ধে অপরাধের ধূয়া তুলে এই ঈশ্বরই সাদ্দামের ইরাক দখল করে নিয়েছে।

The keeper of the world's conscience, the ‘God of the world’ America is saying that this mass murder is necessary. However, this very same ‘God’ coolly used the ruse of “crimes against humanity” against Saddam to enter and capture Iraq.

Ahmed Munir too feels that it is the US which is keeping this conflict alive. He feels that America's future response to the Gaza conflict will make clear to the world if the Obama government is indeed sincere about resolving the conflicts in the Middle East. He says:

নতুন মার্কিন প্রশাসন যুদ্ধবাজ বুশ প্রশাসনের চেয়ে কতটা ভিন্ন সময়ই সেটা বলে দেবে। ইরাক কিংবা ফিলিস্তিনের দিকে নতুন দৃষ্টিতে তাকাতে না পারলে ওবামার পরিবর্তনের বুলি কথার কথাই থেকে যাবে।

Whether or not the new US government under Obama is any different from the Bush government, that only time will tell. If the new government is unable to look at Iraq and Palestine with new eyes, then Obama's promise of change will only remain as empty words.

Bloggers like Aprio are calling for people to unite and stand by the Gaza victims. Others like Trivuz [7] have also launched a protest group on Facebook [8] . Trivuz is also urging people to show their support for the Gaza victims by boycotting [9] Israeli products and brands.